14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

আজ খন্ডগ্রাস সূর্যগ্রহণ

ডেস্ক
October 25, 2022 8:40 am
Link Copied!

আজ ২৫ অক্টোবরের খন্ডগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। নিয়ে গোটা বিশ্ব জুড়ে মানুষের কৌতূহল দেখা যাচ্ছে।  সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। সূর্য, চাঁদ ও পৃথিবী এমন ভাবে যদি এক সরলরেখায় চলে আসে, যাতে চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়। আবার পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেললে গ্রহণের কবলে পড়ে সূর্য। আর রাহুর কাটা গলা ফাঁক দিয়ে সূর্য বেরিয়ে এলে তখন গ্রহণ কাটে।

বিশ্বের কয়েকটি জায়গাতেই এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। ভারতেও কয়েকটি জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে। দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন জায়গায় এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়াও দেখে নেওয়া যাক ভারতের কোন কোন জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে।

বিশ্বের কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে- মূলত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সবর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ মূলত, তিনটি ভাগে ভাগ হয়ে সম্পন্ন হবে। তা হল প্রাথমিক সময়, চরম সময় ও সমাপ্তির সময়।

কখন শুরু হবে সূর্যগ্রহণ- সংবাদ সংস্থা পিটিআই বলছে, আংশিক সূর্যগ্রহণ আইসল্যান্ডে শুরু হবে ভারতীয় সময় দুপুর ২.২৯ মিনিটে আর শেষ হবে সন্ধ্যে ৬.৩২ মিনিটে। ভারতে এই সূর্যগ্রহণ বিকেল ৪.২৯ মিনিট নাগাদ দেখা যাবে আর তা শেষ হবে ৫.৪২ মিনিটে। সূর্যগ্রহণের চরম সময় ৫ টা ৩০ মিনিট। বাংলাদেশ সময় ৪.৫৯ মিনিট থেকে সন্ধ্যা ৬.১২মিনিট।

কতক্ষণ স্থায়ী হবে গ্রহণ- ভারতে ২৫ অক্টোবরের সূর্যগ্রহণ ১ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হবে। এক ঘণ্টার কম সময়ে ভারতের একাধিক শহর থেকে এই গ্রহণ দেখা যাবে। সেই শহরগুলি হল- হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরম। দেখা যাবে না , আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিলচর এবং আন্দামান ও নিকোবর দ্বীপ থেকে।

ভারতের কোন কোন শহরে সূর্যগ্রহণ দেখা যাবে- ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হবে গুজরাতের দ্বারকায়। সবচেয়ে কম স্থায়ী হবে কলকাতায়। এছাড়াও দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, সুরাত, পুনে, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড়, উজ্জয়িনী, মথুরা, পোরবন্দর, গান্ধীনগর, সিলভাসা, সুরাট এবং পানাজিতে দেখা যাবে এই গ্রহণ।

ধর্মীয় শাস্ত্র অনুসারে, সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে। ভারতে, এই সূর্যগ্রহণটি দেখা যাবে ২৫ অক্টোবর বিকেল ৪ টেয়। ফলে তার ১২ ঘন্টা আগে অর্থাৎ ভোর ৪টে নাগাদ শুরু হবে সূতককাল। গ্রহণের ফলে ২৫ তারিখের পরিবর্তে ২৬ তারিখ হবে গোবর্ধন পুজো। আর ২৭ তারিখ হতে চলেছে ভাইফোঁটা।

অনেকে মনে করেন, গ্রহণের সময় খাবার না খাওয়ার কোনো আলাদা বাধা নেই। কিন্তু সূর্যগ্রহণ যখন হয়, তখন দিনের বেলাতেই আলো থাকে না। ফলে এইসময় কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারে অনায়াসে ছড়িয়ে পড়তে পারে। তাই গ্রহণের সময় খাবার খেতে বারণ করা হয়।

আবার অনেকে মনে করেন, চন্দ্রগ্রহণের সময় নাকি পূর্ণিমা থেকে অমাবস্যা—২৮ দিনের এই গোটা সাইকেলটা একসাথে ঘটে, মাত্র ২-৩ ঘণ্টায়। ‘স্বাভাবিকের থেকে আলাদা’, ‘অ-স্বাভাবিক’ এই ঘটনাই কিন্তু ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। যার প্রভাব পড়ে খাবারেও।
আর গ্রহণ মানেই তো চাঁদ, সূর্য আর পৃথিবীর একই সরলরেখায় আসা। এইসময় তাদের ম্যাগনেটিক শক্তি নাকি সবথেকে বেশী হয়। শরীরেও এই সময় বায়ো ম্যাগনেটিজমের শক্তি বেশী থাকে। এই দুটো শক্তিকে সামঞ্জস্যে আনতেই নাকি প্রাচীনকালে মুনিঋষিরা বসতেন ধ্যানে। তাও আবার খালি পেটে। আর এর সাথে মিশে থাকত একটা বিশ্বাস। মুনিঋষিরা বিশ্বাস করতেন, অসুর রাহুর গ্রাস থেকে দেবতা চন্দ্রকে বাঁচানোর জন্যই নাকি তাঁদের এই ধ্যান জরুরী। আর সেই থেকেই নাকি চলে আসছে গ্রহণের সময় খালি পেটে থাকার নিয়ম।

বিজ্ঞান কী বলে?

এই প্রাচীন সংস্কার, তাকে ‘সু’-ই বলুন, কি ‘কু’-ই বলুন, বিজ্ঞান কিন্তু তাকে একদমই স্বীকার করে না। খাওয়া, না খাওয়া নিয়ে তার কোনো নিষেধ নেই। তবে এটা কিন্তু ফ্যাক্ট, আর বিজ্ঞানীরা মেনেও থাকেন সে কথা, যে গ্রহণের সময় কিন্তু কিছু কিছু ক্ষতিকারক রশ্মি, যেমন অতিবেগুনী রশ্মি একটু বেশী মাত্রাতেই বিকিরিত হয়, যা খাবারের মধ্যে যেতেই পারে। চন্দ্রগ্রহণের সময় এই বিকিরণের মাত্রা অনেক কম থাকে, কিন্তু সূর্যগ্রহণের সময় তা থাকে আরও ব্যাপক। ফলে খাবারই বলুন, বা কোনো জীবিত কোষই বলুন, ক্ষতিগ্রস্ত হয়।

আর খাবার যদি হয় রান্না করা? তাহলে কিন্তু বিপদ। কারণ রান্না করা খাবারে থাকে জল। আর গ্রহণের সময় রশ্মি বিকিরণ বা রেডিয়েশনের সবথেকে ক্ষতিকর প্রভাব পড়ে ওই জলেই! আর রান্না করা খাবারেও যেহেতু থাকে জল, তাই ক্ষতি হয় সেটারও। এই ক্ষতিকর রেডিয়েশনকে এড়ানোর জন্য খাবারের ওপর অনেকসময় তুলসীপাতা রাখা হয়। তবে ওই বিপুল রেডিয়েশনকে ওই সামান্য তুলসীপাতা আদৌ কমাতে পারে কিনা, তা নিয়ে খানিক সন্দেহই আছে!

গ্রহণের সময় কী করবেন এবং কী করবেন না

সূর্য গ্রহণের দিন কোনও শুভ কাজ করতে নেই। কারণ সূর্য গ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে। সেই কারণে এই সময় কোনও শুভ কাজ করতে নেই।

* সূর্যগ্রহণের সময় ছুঁতে সুতো পরাতে নেই এবং সেলাইয়ের কাজ করতে নেই।

* এই সময় কিছু খাওয়া উচিত নয় বা রান্না করা উচিত নয়।

* সূর্যগ্রহণের মধ্যে ভুলেও সবজি বা ফলের খোসা ছাড়াবেন না বা কাটবে না।

* সূর্যগ্রহণ চলার সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা ভুলেও ছুরি, কাঁচি, বটি বা অন্য কোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না। কোনও ধারালো জিনিস এই সময় হাতে নেবেন না। গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ধারালো জিনিসে হাত দিল গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বলে মনে করা হয়।

* সূর্যগ্রহণের সময় কোথাও সফর করা একেবারেই উচিত নয়।

সূর্যগ্রহণ খালি চোখে দেখতে বারণ করেন বিজ্ঞানীরা। বিশেষ ফিল্টার লাগানো চশমা দিয়ে গ্রহণ দেখা যেতে পারে। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে, এবারের গ্রহণ হবে তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে। তাই স্বাতী নক্ষত্রে জন্ম যাঁদের, তাঁরা ভুলেও গ্রহণ দেখবেন না। বরং গ্রহণের সময় দরজা জানালা বন্ধ করে রাখুন।

 

http://www.anandalokfoundation.com/