আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” এই শ্লোগানকে সামনে রেখে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় বরিশালের আগৈলঝাড়ায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ২নং বাকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা বাজারে ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) শতরূপা তালুকদার। বিশেষ অতিথী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, ডিলার সোময়েলসহ স্থানীয় ইউপি সদস্যগন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি ১০ টাকা দরে ৩০কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। সূত্র মতে, উপজেলার ৫টি ইউনিয়নে ৩হাজার ৮শ ৪০জন দুস্থ কার্ডধারীর তালিকা প্রস্তুত করা হয়েছে। জনগনের সুবিধার জন্য প্রতিটি ইউনিয়নে দুই জায়গায় চাল বিক্রির জন্য দুই জন করে ডিলারও নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র আরও জানায়, রাজিহার ইউনিয়নে বাশাইল হাটে ডিলার কাজী ইদ্রিস ও রামানন্দেরআঁক হাটে স্বপন বাড়ৈর মাধ্যমে ৮শ ১৮জন, বাকাল ইউনিয়নের বাকাল হাটে ডিলার সমীর পান্ডে ও সোময়েলের মাধ্যমে কোদালধোয়া বাজারে ৬শ ৬২জন, বাগধা ইউনিয়নে নাঘিরপাড় বাজারে ডিলার বেলায়েত সরদার ও রবি সমদ্দারের মাধ্যমে পশ্চিম বাগধা বাজারে ৭শ ৭৮জন, গৈলা ইউনিয়নের গৈলা বাজারে ডিলার গোলাম নবী ও জাকির হোসেন মোল্লার মাধ্যমে ৬শ ৩০জন, রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ডিলার মনি শংকর ও মিশ্রীপাড়া হাটে শাহজাহান সরদারের মাধ্যমে ৭শ ৫২জন কার্ডধারীদের মধ্যে চাল বিক্রির কথা রয়েছে।