14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার 

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পথ বের করতে হবে -প্রধান উপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আসন্ন আইএমও নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় মহিলাসহ ১২জনকে কুপিয়ে আহত

admin
October 13, 2016 7:20 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১২জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। ধমীয় অনুষ্ঠানের খাবারের সময় হামলায় অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ সময় হামলা কারীরা ৩টি বসত ঘর ভাংচুরসহ খরের গাদায় আগুন দেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৯ বছরের ছেলে শুভ রায় বাড়ির পাশের রাস্তা বসে একই এলাকার ২৪ বছরের স্বপনকে ছালাম দেয়। এ ঘটনার ক্ষুব্ধ হয়ে বিকেলে সঞ্জয় বল্লভ, প্রকাশ বল্লভের নেতৃত্বে ২০-২৫জনের একটি দল কার্তিকের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে খাবারে সময় দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে হামলা করে। হামলায় হরেন বল্লভ(৬০),নিহার বল্লভ(৩০), সুমন(২৮), নিকুঞ্জ(৩০), অমৃত(২৫), নমিতা রানী(৩০), সরোজিনি(৫৫), অরবিন্দু(২৩), নিরাঞ্জন বল্লব (৬৫), শুভ রায়(৯)সহ ১২জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এসময় হামলাকারীরা কার্তিক, নিরাঞ্জন ও কৃষ্ণকান্তর বসত ঘর কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে। আতংকের জন্য কার্তিকের খরের গাদায় আগুন দেয় হামলাকারীরা। গুরুতর আহত ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হরেন বল্লবের ছেলে অমল বল্লব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা কয়েছে। পুলিশের এসআই এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

http://www.anandalokfoundation.com/