14rh-year-thenewse
ঢাকা

আগৈলঝাড়ায় বৃদ্ধার লাশ উদ্ধার ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর

admin
August 27, 2016 5:02 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক বৃদ্ধার লাশ একই দিন এক কিশোর গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজে প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে সুশিলা বৈরাগী (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সুশিলা দক্ষিণ চান্দ গ্রামের মৃত বিষ্ণনাথ বৈরাগীর স্ত্রী সে দির্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সুশিলা পশ্চিম বাগধা তার জামাই মিঠুন সমদ্দারের বাড়ী থাকত। অপর দিকে একই দিন দিবাগত রাতে উপজেলার রত্নাপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে ভুলু ওরফে নিতাই হালদার (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভুলু মোল্লাপাড়া গ্রামের মৃত নির্মল হালদারের ছেলে। পিতার মৃত্যুর পর মা-সহ ঐচারমাঠ তার মামা রেনুপদ হালদারের বাড়ীতে থাকত। পুলিশ জানায় উভয় মৃতের ঘটনা রহস্য জনক। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত চলছে। উভয় ঘটনায় পৃথক ভাবে আগৈলঝাড়া অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/