বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ সোমবার রাতে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িকে আদালতে প্রেরন করেছে।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে এসআই মিল্টন মন্ডলের নেতৃত্বে পুলিশ বড়মগড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নলিনী শিকারীর ছেলে মিহির শিকারীকে (২২) ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেতার করেছে।
এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত মিহিরকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।