আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাগে বিএনপি এবং ওই দলের সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।
আওয়ামীলীগ সংগঠনের আদর্শে অনুপ্রানিত হয়ে অপর দিকে কেউ মামলা – হামলা থেকে রেহাই পেতে বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোরা দিয়ে ঘটাকরেই যোগদান করেছে। আওয়ামীলীগে যোদদানে অপেক্ষায় রয়েছে আরো কয়েক শত বিএনপি এবং ওই দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু ২ বছর পূর্বে বিএনপি থেকে ইস্তেফা দিয়েছে। বিএনপি’র এই নেতা সংবাদিকদের জানান দলের আদর্শিকদিক থেকে মানুষের সেবা করার পথ সংকৃর্ণ। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের সেবার পথ আওয়ামীলীগে প্রসারিত।
তিনি জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই তিনি তার অনুগত এলাকার কয়েকশত বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করবেন। এছাড়া উপজেলার একাধীক স্থান থেকে বিএনপি নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদানের অপেক্ষায় রয়েছে বলে জানাগেছে।