বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুলকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুলকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুলের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় উজ্জ্বল কুমার রাহা (৪৬) নামের এক জমি ব্যবসায়ীকে আটক করে রেখে নির্যাতন করে ছাত্রদল নেতা মহিদুল। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ ওই ব্যবসায়ীর মামলা গ্রহণ করেননি। এনিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল কুমার রাহা উপজেলার বাকাল গ্রামের রণজিৎ কুমার রাহার ছেলে।
বহিস্কারের তালিকায় আরো দুই নেতা ঃ গত ৫ আগস্টের পর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মাছঘাট, লঞ্চ ঘাটসহ বিভিন্ন দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে বহিস্কারের তালিকায় রয়েছেন ওই উপজেলার দুই নেতা। তারা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও তার সহদর বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল হওয়ার পর কেন্দ্রীয় কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন। যেকারণে তাদেরকে লিখিত মতামত নয়াপল্টস্থ কেন্দ্রীয় বিএনপি কার্যলয় জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই যেকোন মুহুর্তে তাদের দল থেকে বহিস্কার করা হতে পারে।