13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় হিন্দুদের উপর আকস্মিক হামলায় আহত ৭

Link Copied!

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকায় হিন্দুদের উপর আকস্মিক হামলায় ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে করিম বাজার এবং বারপাইকা বাজারের মাঝে কার্লভার্ট স্থানে এ হামলা ঘটে।

আহতরা হলেন, নিহার কীর্তনীয়া (৩৫) পিতাঃ রেনু কীর্তনীয়া, বিজন বিশ্বাস(২৪), জয় বিশ্বাস(২১),আশীষ বৈদ্য(৩২),  বিপুল বিশ্বাস(২৮), তনু বিশ্বাস(২১), চন্দন বিশ্বাস(২০) সবাই বারপাইকা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান,  বারপাইকা বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে করিম বাজারে আসলে সুন্দর আলী(৫০),  রিপন শাহ (৫০), আনোয়ার শাহ (৫৫), নাসির (২৮) ও শাহদাদ (৪০) নেতৃত্বে রাব্বি (২৩),  তামিম (২২),  শরিফুল (২১),  পিয়াল (২৩), রাব্বি (২৭),  ইয়াদুল (২৮),  মুহিম (২২),  মিরাজ (২৮), আজগার (৪৫),  জহিরুল (৩৫),  হাকিম শাহ (৪৫) ও জাকির(৪৮) সঙ্ঘবদ্ধ  হামলা করে। আহতরা সবাই গৈলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রক্রিয়াধীন আছে।হিন্দুদের উপর আকস্মিক হামলা

উল্লেখ্য, আনোয়ার শাহ (৫৫), রিপন শাহ (৫০),  সুন্দর আলী(৫০) এদের নেতৃত্বে ২০০১ সালের নির্বাচনের পরে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। হিন্দু এলাকার লোকজন ওদের ভয়ে সবসময় তটস্থ ছিলো। সেই সময়ের কোন বিচার না হওয়ায় এরকম ঘটনা অহরহ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা উপরোক্ত ঘটনা স্বীকার করে বলেন, এই এলাকায় ছেলেরা প্রতিদিন রাতে পাহারা দেয়। যার ফলে কোন চুরি ডাকাতি কিংবা ভাংচুরের ঘটনা হতে পারে না। এইসব দুস্কৃতিকারীরা এই পাহারা দেওয়া ছেলেদের উপর আক্রমণ করেছে।

http://www.anandalokfoundation.com/