বরিশালের আগৈলঝাড়ায় সাড়ে ৬ হাজারের উপর কিশোরীদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
উপজেলা স্বাস্থ্য বিভা ও টিকা সম্প্রসারন কর্মসূচির আওতায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে পরিচালিত টিকাদান কর্মসূচিতে ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীসহ ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের এই টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলার ৫টি ইউনিয়নে ১শ ৫৪টি কেন্দ্রের মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী ৬ হাজার ৫শ ৪৪ জন কিশোরীকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা য়েছে। ২৪ অক্টোবর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। এই টিকা গ্রহনের ফলে কিশোরীরা ৯০ শতাংশ ক্যান্সার ঝুকি মুক্ত থাকার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব ছাড়াও ডা. তারিকুল ইসলাম, ডা. শিশির গাইন প্রমুখ।