এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যান প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সকল সম্প্রাদয় মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাচ্ছন্দে পালন করে।
স্বাধীনতার যুদ্ধে হিন্দু সম্প্রদয়ের মানুষও দেশ মাতৃকায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাই জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রাদায়িকতাকে উর্ধে রেখে ধর্মীয় মূল্যবোধে সকলকে এক্যবদ্ধ করে রেখেছে। ধর্ম যার যার উৎসব সবার। মঙ্গলবার রাতে তিনদিন ব্যাপী তারকব্রক্ষ্র মহানাম যজ্ঞানুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি রনজিত কুমার ঘরাই এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম, হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.রতন কুমার সাহা, নিহার রজ্ঞন হালদার, প্রফুল্ল কুমার ডাকুয়া, নির্জর ঘরাই হিরেন্দ্র নাথ তফাদার, মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম, কৃষকলীগ নেতা মো. হালিম জোমাদ্দার,স্বপন কুমার সাহা, সেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ হোসেন দুলাল, কেএম শহিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি এ ধর্মীয় উৎসবে অনুদান প্রদান করেন।