জুনেল আহমদ আরিফঃ দেশজুড়ে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধুম।সেই উৎসবে পিছিয়ে নেই দক্ষিণ সুরমা উপজেলাও।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৭ ইউনিয়নের ৭ জন চেয়রম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।তৃণমূলের মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
এবার কেন্দ্র থেকে চুড়ান্ত করা হবে দলীয় প্রার্থী। আগামী ৭ মে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দক্ষিণ সুরমায় আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দিতে তৃণমূলের মতামত নেয়া হয়। মতামত গ্রহণ শেষে বুধবার উপজেলার ৭ ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করে ঢাকায় পাঠিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী মো. রইছ আলী, কুচাইয়ে সিলেট মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকির, সিলামে উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন, লালাবাজার ইউপিতে জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোয়াজিদুল হক তুহিন, জালালপুরে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন, মোগলাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সাইস্তা এবং দাউদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হকের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
এই ৭ প্রার্থীর নামই সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় আ’লীগের ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত পত্র প্রার্থীদের কাছে পাঠানো হবে।