অপরাধ ডেস্কঃ অ্যাম্বুলেন্সে করে রোগী হাসপাতালে যান সুস্থ হয়ে উঠার আশায়। অ্যাম্বুলেন্সে করেই অনেক রোগী বাসায় ফিরেন কিছুটা সুস্থ হয়ে কিংবা দুনিয়ার মায়া ছেড়ে। কিন্তু সেই অ্যাম্বুলেন্সই মৃত্যুর অপর নাম হয়ে উঠলো রোগীদের কাছে।
অ্যাম্বুলেন্সে তোলার পর ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে মেরে ফেলা হয় রোগীকে। পরে নির্দিষ্ট সংস্থার কাছেই সৎকার কাজ করানোর জন্য রোগীর পরিবারকে উৎসাহিত করা হয়। ২০১২ সাল থেকেই এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একটি মাফিয়া চক্র। ওই চক্রে ৫০ জন কাজ করে বলে ধারণা করা হচ্ছে। সেই মাফিয়া চক্রের সঙ্গে জড়িত এক সদস্যকে (৪২) সম্প্রতি কাতালোনিয়া থেকে গ্রেফতার করেছে ইতালির সিসিলি দ্বীপের পুলিশ।