নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ক্ষমা চাইতে বলেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে তথ্যমন্ত্রীকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, ‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে সবসময় আমরা পেশাগত দায়িত্ব পালন করি। কাজ ফেলে আজ বৃষ্টির মধ্যে এখানে জমায়েত হয়ে কর্মসূচি পালন করছি একমাত্র সরকারের এই জ্ঞানশূন্য মন্ত্রীদের জন্য।’
তারা আরো বলেন, ‘সাংবাদিকদের কর্মকাণ্ড সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই অথবা মূল্যায়ন করতে চান না। অর্থমন্ত্রী বেতন-কাঠামো নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে জ্ঞানশূন্যতারই পরিচয় দিয়েছেন। এ ছাড়া তিনি সাংবাদিকদের অলস বলে অপমান করেছেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তাতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রীও। আমরা এই তথ্যমন্ত্রীর অপসারণ চাই। আর অর্থমন্ত্রীকেও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে রাজপথে আন্দোলনে নেমে ও সংবাদ পরিবেশনা বর্জনের মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে। আর নবম ওয়েজবোর্ড সাংবাদিকদের ন্যায্য দাবি। এ দাবি খুব শিগগিরই মেনে নিতে হবে।’
ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ-সভাপতি আতিকুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাংবাদিক নেতা মাহমুদুর রহমান খোকন প্রমুখ।