13yercelebration
ঢাকা

অভ্যূত্থানে নিহত শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে -বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

পিআইডি
December 20, 2024 1:39 pm
Link Copied!

আগামী সোমবারের মধ্যে জুলাই-আগষ্ট ২০২৪ গণ অভ্যূত্থানে নিহত শহীদদের তালিকা তৈরী করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। এ তালিকা সর্বশেষ তালিকা নয়। এখনো তথ্য যাচাই বাছাই ভেরিফিকেশনের কাজ চলছে। পরবর্তীতে আরো শহীদদের ব্যাপারে তথ্য পাওয়া গেলে সেটাও আমরা তালিকায় এনে ক্যাবিনেটে পাঠাবো। বলেছেন বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান।

১৯ ডিসেম্বর, বৃহষ্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগষ্ট ২০২৪ গণ অভ্যূত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা ও শহীদ পরিবারের পুর্নবাসন বিষয়ে সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম জানান , এখন পর্যন্ত ৮৫৯ জন শহীদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা যদিও চূড়ান্ত নয়। এবং এ ব্যাপারে কাজ অব্যাহত আছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান জানান, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করি বরাদ্দ বৃদ্ধিতে খাবারের মানে দৃশ্যমান উন্নতি দেখা যাবে। এ ছাড়া সকল হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে কোন অবস্থাতেই আহত রোগীদের যেন নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয়।

সভায় জুলাই-আগষ্ট ২০২৪ গণ অভ্যূত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা, শহীদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহীদ পরিবার ও আহত রোগীদের পুর্নবাসন, পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে দায়িত্ব বন্টন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, এ পর্যন্ত ৫২৫ শহীদ পরিবার এবং ১৪১০ জন আহতকে ফাউন্ডেশনের থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো: মহিউদ্দিন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ।

http://www.anandalokfoundation.com/