13yercelebration
ঢাকা

অবশেষে কামারখালী বাজারের উন্নয়ন কাজ শুরু

Link Copied!

 কামারখালী বাজারের উন্নয়নের নাই দৈনিক সত্যপাঠ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র কামারখালী হাট-বাজারে ৪টি ল্যাট্রিন ৪টি বাথরুম ৩টি গোসলখানা সহ ৫টি মার্কেট এর নতুন নির্মান কাজ শুরু হয়েছে ।

এর আগে একটি চাউলের বাজার নতুন তৈরী এবং বাজারের দুটি গলির রাস্তা মেরামত করা হয়েছে । ফলে বহু যাবৎকাল অবহেলিত এই বাজার উন্নয়নে। স্থানীয় ব্যবসায়ী ও হাজার হাজার ক্রেতা-বিক্রেতা সহ পথচারী জনসাধারণের বহু দিনের দুঃখ দুর্দশা লাঘব হতে চলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কাজ ভালোভাবে দ্রæত গতিতে এগিয়ে চলছে ।

কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান প্রতিনিয়তই তদারকি করেন বলে কাজ করা লোকের মাধ্যমে জানা যায় । যে পরিমান কাজ এগিয়ে এসেছে তাতে কামারখালী বাজারের ইউনিয়নের উন্নয়ন এখন দৃশ্যমান। এ বিষয়ে চেয়ারম্যান বলেন তবে সকল বিতর্কের উর্ধ্বে থেকে এই বাজার সহ ইউনিয়নকে ডিজিটালে রূপান্তরিত করার যথাসাধ্য চেষ্টা করব। এজন্য তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

http://www.anandalokfoundation.com/