বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে আব্দুল হালিম নামের এক পোলিং অফিসার আটক করা হয়েছে। আটককৃত হালিম গৌরনদী বিআরডিবি’র মাঠ সংগঠক। ভোটারের সাথে গোপন কক্ষে গিয়ে ইভিএম মেশিনে ভোটারের আঙ্গুলের চাপ দিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে আটককৃতকে আর্থিক দন্ড দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকায় মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থক কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খানের নেতৃত্বে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। মূমূর্ষ অবস্থায় মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এসময় উত্তেজিত জনতার পাল্টা হামলায় সোহান খান গুরুত্বর আহত হয়েছে। তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।