14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরেই সংখ্যালঘু কমিশন গঠনের ঘোষণায় ঐক্য পরিষদের অনশন স্থগিত

Link Copied!

অক্টোবরেই সংখ্যালঘু কমিশন । বিগত নির্বাচনে সরকারী দলের সংখ্যলঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ দ্রুততম সময়ের মধ্যেবাস্তবায়নের আশ্বাস। সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন আগামী অক্টোবর মাসের মধ্যেই গঠনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। ঘোষণার পরেই অনশন স্থগিত করে ঐক্য পরিষদ। অক্টোবরেই সংখ্যালঘু কমিশন

আজ বিকেল সাড়ে ৪টার দিকে অনশন স্থলে উপস্থিত হয়ে অনশনের দাবী ও কর্মসূচির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে  ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে পানি পান করিয়ে অনশন ভাঙান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমরা সংখ্যালঘু -সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করিনা। আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

বিগত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিসমূহ সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অবশ্যই এ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। এর মধ্যে আগামী অক্টোবর মাসের মধ্যেই সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন করা হবে।

তিনি আরও জানান, বৈষম্য বিলোপ আইনটি বিল আকারে জাতীয় সংসদে ইতোমধ্যেই উপস্থাপন করা হয়েছে। বিলটি যাচাই বাছাইয়েরজন্য সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনাধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বিলটি সংসদে পাশ করা হবে।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন শেখ হাসিনা সরকারই প্রণয়ণ করেছে। এই আইন প্রয়োগ করে প্রকৃত স্বত্বাধীকারিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যেখানে যেখানে প্রতিবন্ধকতা রয়েছে,সেগুলো যাচাই করে দেখে সংকটের সমাধান করা হবে।

পার্বত্য শান্তিচুক্তি ও চুক্তি অনুসারে পার্বত্য ভূমি কমিশনও শেখ হাসিনা সরকার সম্পাদন করেছে। এক্ষেত্রে চুক্তি যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকখানি অগ্রগতি হয়েছে। বাকি যেসব ক্ষেত্রে অগ্রগতি এখনো সম্ভব হয়নি, সেগুলোর ক্ষেত্রেও দ্রুততম সময়ে সরকার আপনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

কবির বিন আনোয়ারের বক্তব্যের প্রেক্ষিতে ৪৮ ঘন্টার অনশন কর্মসূচি এই পর্যায়ে প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাংলাদেশ হিঁদু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেন, আমাদেরকে সবাই আশ্বাস দেয় আর প্রতারণা করে। আমরা অতীতেও বারবার প্রতারণার শিকার হয়েছি। এবার আর প্রতারণার শিকার হতে চাই না। অক্টোবরের মধ্যে সংখ্যালঘু কমিশন গঠনের যে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা বাস্তবায়ন করবেন কিনা সেটা আমরা দেখতে চাই। এবার প্রতিশ্রুতি ভংগ করলে আর ভোট চাইতে পারবেন না। আর ভোট না চেয়ে আমাদের ভোট পাবেন এমন আর মনে করা ঠিক হবে না। আমরা অনশন প্রত্যাহার করলেও ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত মহাসমাবেশ আমরা করবো। এর মধ্যে সরকারের পদক্ষেপ পর্যালোচনা করে আমরা সেখান থেকে পরবর্তী অবস্থান ঘোষণা করবো।

অনশনের দ্বিতীয় দিনে আজ অসুস্থ হয়ে পড়েন রানা দাশগুপ্ত। তাকেসহ ঐক্য পরিষদের আরও বেশ কয়েকজন নেতা-কর্মীকে স্যালাইন দেওয়া হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এ অবস্থান ও অনশন কর্মসূচি রোববার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল।

http://www.anandalokfoundation.com/