13yercelebration
ঢাকা

হঠাৎ বৃষ্টিতে বোরো চাষীদের মাথায় হাত

admin
May 21, 2016 10:58 am
Link Copied!

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধান চাষের কেন্দ্র বিন্দু। কারণে অকারণেই কৃষকের কান্না চোখে পড়ে প্রতিনিয়ত। সরকারের মহতি উদ্যেশ্য ১০ টাকা দরে চাল খাওয়ান। প্রভাব পড়েছে কৃষকের উৎপাদিত ধান চাষে।

প্রতি বস্তা ধান ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রী করতে হচ্ছে । যার উৎপাদিত খরচ প্রায় ১০০০ টাকা। তাছাড়া অনেকে বর্গা নিয়ে ধান চাষ করেছে তাদের বেহল দশা হয়ে দাঁড়িয়েছে। এদের ব্যয় খরচ আরো বেশী। হঠাৎ বৃষ্টি সব এলোমেলো করে দিলো। পাকা আধা পাকা ধান পানির নীচে তলিয়ে গেছে। নষ্ট হতে বসেছে। ধান কাটার লোক পাওয়া যাচ্ছেনা। প্রতি জনকে ৫০০ টাকা মজুরী দিতে হচ্ছে। তবুও লোক সংকট। জোঁকের ভয়ে অনেকে ধান কাটতে চাচ্ছেনা। বাধ্য হয়ে জন কামলা ছাড়াই ধান কাটতে হচ্ছে অনেককে। ফলনে অনেক ঘাটতি হবে।

লোকসানের বোঝা বইতে গিয়ে বেসামাল হয়ে পড়ছে এবারের ধান চাষীরা। অপরদিকে কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের প্রক্রিয়া থাকলেও কোন কৃষকের ভাগ্যে জোটেনা সরকারের দেয়া ক্রয় মুল্য।

অসহায় কৃষকের কথা ভেবে তাদের পাশে সরকারের দাঁড়ানো জরুরী বলে সুধিমহলের অভিমত।

http://www.anandalokfoundation.com/