13yercelebration
ঢাকা

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিআইডি
December 21, 2024 9:12 pm
Link Copied!

চট্টগ্রামে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ শনিবার ২১.১২.২০২৪ তারিখ “স্বাস্থ্যখাত সংস্কার কমিশন” চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাঃ শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে বিভিন্ন আংশীজনের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সরকারি কর্মকর্তাবৃন্দ, নার্সবৃন্দ, বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, বেসরকারি মেডিকেল ও ডায়গনস্টিক সেন্টারের মালিকগণ তাদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন।

বক্তাগণ দেশের স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য মেডিকেল এডুকেশন এর উপর জোর দেয়ার তাগিদ দেন। এছাড়াও বাজেটে চিকিৎসাখাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন।

অধ্যাপক ডা. আবুল ফয়েজ বলেন গুনগত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থী জাহিদ হোসেন ওয়াকিল মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের দাবী জানান। তাছাড়া বিভিন্ন অংশীজনের বক্তব্যে জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্হাপনা, স্বাস্থ্য তথ্য সংরক্ষণ ও প্রবাহ, স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা প্রদান করেন।

কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন একটি জনমূখী সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্হা গড়ে তোলার জন্য আজকের সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাবনা এসেছে, যা ভবিষ্যতে কমিশনের কাজের জন্য সহায়ক হবে। এরপর কমিশন চট্টগ্রামের মেমন মাতৃসদন হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও রোগীদের সাথে কথা বলেন।

http://www.anandalokfoundation.com/