13yercelebration
ঢাকা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

admin
October 8, 2015 10:35 pm
Link Copied!

বরিশাল প্রতিনিধিঃ জেলার গৌরনদী উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মোস্তফা সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আদীব আলী বৃহস্পতিবার সকাল পৌঁনে ১১টায় এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি মোস্তফা সরদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার লাখোরাজ কসবা গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবর রহমান জানান, স্ত্রী কহিনুর বেগমের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় তা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এর জের ধরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হত্যা করা হয় কোহিনুর বেগমকে। দুপুরে কোহিনুরের বাবা আচমত আলী সরদার খবর পেয়ে জামাতা মোস্তফা সরদারের বাড়ি যান। গিয়ে ঘরের মাচায় মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। ওই দিনই গৌরনদী থানায় জামাতা মোস্তফা সরদারকে প্রধান করে চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল খলিফা ওই বছরের ১২ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ অক্টোবর আদালত মোস্তফা সরদার, বুলু বেগম ও লাল মিয়া আকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রধান আসামি মোস্তফা সরদারকে মৃত্যুদন্ড এবং অপর দুইজনকে বেকসুর খালাস দেন আদালত।

http://www.anandalokfoundation.com/