আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০১৯ উদ্যাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, আঃ কাদের, হালিম মাতুব্বার, বাচ্চু মাতুব্বার, মোঃ শাহাদ হোসেন, জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব সহ স্থাণীয় সাংবাদিক বৃন্দ।
এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।