13yercelebration
ঢাকা

রিমালের প্রভাবে ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ডেস্ক
May 28, 2024 1:47 pm
Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২৫৭ মিলিমিটার। এ দিন ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ সময়ে সিলেট, চট্টগ্রাম ও মাদারীপুরে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদারীপুরে ২০৮, সিলেটে ২৪৯, শ্রীমঙ্গলে ২১৭ ও চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জেলায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/