13yercelebration
ঢাকা

সঠিক ইসলাম চর্চা’য় সারা দেশে ১১০ মাদ্রাসা : হানিফ

admin
June 19, 2017 12:36 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইসলামের রাজনৈতিক ব্যবহার, ভুল ব্যাখ্যা রোধ ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সারা দেশে আপাতত ১১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সরকার।

আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) কর্মকর্তা ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে হানিফ এই মন্তব্য করেন।

ইফা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানান।

‘আমরা সাধারণ ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। এসব বলতে গেলে রোজাদার মানুষ আহত হন, এটা আমরা বুঝি। কিন্তু বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলের নামে যেসব মিথ্যাচার করছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করছেন, তা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আমরাও করি না। তাই অনিচ্ছা সত্ত্বেও এসবের জবাব দিচ্ছি। না হলে এসব মিথ্যাচার প্রতিষ্ঠিত হয়ে যাবে’, বলেন হানিফ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত সপ্তাহে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল,তাতে দেড় শতাধিক মানুষ মারা গেল। আমরা এতে প্রচণ্ডরকমভাবে আহত হই এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেদিনই ঘটনাস্থলে যান ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ও আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে যাই। সেখানে সাধ্যমতো সহায়তা করি এবং বিপর্যস্ত পরিবারের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পার্যন্ত তাদের পাশের থাকার আশ্বাস দেই।’

‘আর এর এক সপ্তাহ পর বিএনপি খবর নিতে যায় সেখানে কী হচ্ছে। এর আগে শুধু আওয়ামী লীগের বিষোদগার ছাড়া কিছু করেনি। তাতা হয়তো প্রস্তুতিই নিয়েছিল, সেখান থেকে ফিরে বলবে আওয়ামী লীগ সরকার কোনো সহায়তা করছে না।’

প্রধানমন্ত্রীর সুইডেন সফর নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘সুইডেন হচ্ছে সেই রাষ্ট্র, যে রাষ্ট্রটি স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদানের পাশাপাশি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নানা সহায়তা দিয়ে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করে। স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো সে রাষ্ট্রটিতে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান ভ্রমণ করেন। এ রকম একটা বিষয়কে সাধুবাদ না জানিয়ে তিনি বলছেন, পাহাড়ি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর প্রধানমন্ত্রী নাকি আনন্দ ভ্রমণে গেছেন। এই রমজানের মাসে এমন মিথ্যাচার তারই মানায় যার ইসলাম ধর্ম পালনের কোনো নজির নাই।’

ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

http://www.anandalokfoundation.com/