14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন 

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের দুই দিন ব্যাপী জলবায়ু বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
 বুধবার বেলা ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা অফির্সাস ক্লাবে দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপকুলীয় জনপদের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২০জনসহ পাঁচ শিশু সংবাদকর্মী উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন।
এ্যাকশনএইডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউড এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালায় অংশগ্রহনকারীদের তিনি প্রতিবেদন লেখার কৌশল, নিয়ম, স্পট রিপোর্ট, অনুসন্ধানীয় প্রতিবেদন, ফিচার ও উপসম্পাদকীয় লেখার বিষয়ে ধারনা দেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনসহ শিখন, পরিবেশ সৃষ্টি পরিচিতি ও কর্মশালা ও প্রশিক্ষনের উদ্দেশ্য ও নিয়ামাবলীর সম্পর্কে আলোচনা করেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র। এছাড়া কমিউনিটি পর্যায়ে নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ও চ্যালেঞ্জের বিষয়ে সংবাদ লেখার বিষয়ে ধারনা দেন পার্লামেন্টনিউজ এর সম্পাদক সাকিলা পারভীন। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপকুল প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাবের সংবাদকর্মীরাসহ অপরাপর এলাকার সাংবাদিকরা অংশ নেয়।
http://www.anandalokfoundation.com/