14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর রাজনীতিতে ৫০ বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনার ফোন

Rai Kishori
May 27, 2020 5:17 pm
Link Copied!

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে অভিনন্দন জানান।

আজ বুধবার সকালে ফোন করে তিনি এ অভিনন্দন জানান। সেই সাথে আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করে  তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান এবং উভয় দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

http://www.anandalokfoundation.com/