14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শান্তির পথেই হাঁটবে ভারত-চীন

admin
September 6, 2017 3:16 pm
Link Copied!

বেজিং: চিনের জিয়ামেন শহরে ব্রিকস সম্মেলনের আজ শেষ দিন৷ আজ মঙ্গলবার সকালেই দ্বিপাক্ষিক আলোচনায় বসে ভারত-চিন৷ এই হাইভোল্টেজ বৈঠকের দিকেই তাকিয়ে ছিল অনেকেই৷ কোন বিষয় নিয়ে মোদীর সঙ্গে জিংপিং-এর আলোচনা হবে, কৌতূহলের অন্যতম বিষয় ছিল এটিই৷ তবে ডোকালাম সমস্যা সমাধানের পর শান্তি পথেই যে হাঁটতে চাইছে চিন, এমন ইঙ্গিতই ষ্পষ্টভাবে ধরা পড়ল এই বৈঠক থেকে৷ সীমান্তে শান্তি স্থাপনের বিষয়ে এই আলোচনায় জোর দেয় দুই দেশই৷ ভারতের হয়ে প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশ সচিব এস জয়শঙ্কর।

এই আলোচনার পর বিদেশ সচিব জানান, এই বৈঠক প্রায় ১ঘন্টা চলে৷ এর আগে ব্রিকস-এর সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ এর আগে গোয়াতে হওয়া ব্রিকস সম্মেলনে চিন যথেষ্ট সহযোগিতা করেছিল বলেই জানা যায়৷ ভারতের পক্ষ থেকে চিনে অনুষ্ঠিত ব্রিকস সামিটের সাফল্যে অভিনন্দন জানান মোদী৷ জয়শঙ্কর জানান, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, দুই দেশের একে অপরের ওপর ভরসা বৃদ্ধি, মতভেদ দূর এই সব বিষয় আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ তবে সন্ত্রাসবাদ নয়, শান্তি সংক্রান্ত আলোচনায় দুই দেশের কাছে প্রধান ছিল এই বৈঠকে৷

আরও পড়ুন: ভারতের জয়: পাক জঙ্গি সংগঠনের নিন্দায় মুখর চিন সহ BRICS দেশগুলি

অন্যদিকে, পঞ্চশীল চুক্তির ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন মোদী এবং জিনপিং৷ এই পঞ্চশীলের পাঁচটি নীতি হল-

১) একে অপরের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য সম্মান
২) পরস্পর অনাক্রমণ
৩) একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা
৪) অভিন্ন এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে জোর
৫) শান্তিপূর্ণ সহাবস্থান

উল্লেখ্য, জিয়ামেন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ানমার রওনা দেওয়ার কথা।

http://www.anandalokfoundation.com/