ঢাকা
শিরোনাম

ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন এর উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

এক ডাক্তারের ব্যবস্থাপনায় অন্য ডাক্তারের স্বাক্ষর সাপাহারে সাথী সেবা ক্লিনিকে ১ লক্ষ টাকা জরিমানা

নড়াইলের বারইপাড়া সেতু ষষ্ঠবার বাড়ল প্রকল্পের মেয়াদ, নকশা ত্রুটিতে ব্যয় বেড়ে দ্বিগুণ

ধর্ষণের পর নারীকে হত্যার ঘটনায় ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড

কেওয়াটখালি সেতু নির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং চায়নার যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি

উচ্চশিক্ষিত ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ও কানাডার নাগরিকত্ব সবচেয়ে বেশি গ্রহণ করেছে

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান জরুরি

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

admin
August 17, 2015 11:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আসাদুজ্জামান সেলিম (৩৪) ব্র্যাক ব্যাংকের আজিমপুর শাখার সিনিয়র অফিসার ছিলেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলের চালক জাকির হোসেন (৩৩)। তিনি হাইকোর্টের সহকারী বেঞ্চ অফিসার।

তুরাগ থানাধীন ধৌর এলাকায় রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টায় সেলিম মারা যান।

ঢামেক হাসপাতালে আসা নিহতের আত্মীয় শামসুর রহমান জানান, সেলিম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আমবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সেলিম ও জাকির দুই বন্ধু মিরপুর ১০ নম্বরে একসঙ্গে ভাড়া বাসায় থাকেন। রবিবার তারা আশুলিয়ায় আরেক বন্ধুর বাসায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাতে ধৌর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসুধন পান্ডে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকির ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

http://www.anandalokfoundation.com/