নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অপহরণ ও চাঁদাবাজির শিকার হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। যুবদল ও ছাত্রদল নামধারী কতিপয় ব্যক্তি গত ৩০ জুন বিকাল তিনটায় প্রকাশ্যে দিবালোকে তাকে অপহরণ করে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খা সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি একাই ছিলেন। নির্যাতনের শিকার আবাসন ব্যবসায়ী মোস্তাফিজ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
তিনি বলেন, তাকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দোসর বানিয়ে যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমনের নেতৃত্বে একটি দল অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তারা সেদিন আমাকে ৫-৬ ঘণ্টা আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় সুমনকে সহায়তা করে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক রেমন, বিশাল রহমান, ইমন জামানী, শাহরিয়ার হোসেন সুজন, রকি। আমাকে জিম্মি করে ব্যাংক চেকে স্বাক্ষর করায়, পাসপোর্ট ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নেয়। এরপর আমাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে পুলিশের হাতে তুলে দেয়। থানায় তারা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করায়। সেই সব ঘটনার অডিও ভিডিও ফুটেজ তার কাছে আছে বলে দাবি করে। এসব দলিলপত্র আদালতে অভিযোগসহ জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, অভিযুক্তরা গত ২৬ জুলাই তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ও ২৭ জুলাই মানববন্ধন করেন। এরপর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে প্রধান উপদেষ্টা ড. মো ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযুক্ত মোজাদ্দেদ জামানী সুমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান একজন প্রতারক আবাসন ব্যবসায়ী ও মাদকসেবী। ইতিপূর্বে তাকে নিয়ে বেশ কয়েকটি সংবাদ হয়েছে। তিনি সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী। তিনি আরো বলেন, তাদের কে অপহরণের ঘটনায় ফাঁসানো হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন। মোস্তাফিজুর তাদের বিরুদ্ধে মামলা করে সম্মান হানি করেছেন বলে তিনি জানান।