13yercelebration
ঢাকা

যশোরে অজ্ঞান পার্টির কবলে নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা

admin
March 16, 2016 11:37 pm
Link Copied!

যশোর অফিস: যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭০ হাজার টাকাসহ মালামাল খুঁইয়েছেন নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তা। গতকাল সন্ধ্যায় মনিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম ফরিদুজ্জামান। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মনিরামপুর নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফরিদুরজ্জামান বুধবার অফিস শেষে ৭০ হাজার টাকা নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মনিরামপুর বাস টার্মিনালের পাশে এক ব্যাক্তির কাছ থেকে ডাবের পানি পান করেন। এর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। সুযোগ বুঝে দুবৃত্তরা তার কাছে থাকা ৭০ হাজার টাকাও নগদ মালামাল নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসারত ডাক্তার জানান, তার জ্ঞান এখনো ফেরেনি।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে বিষ জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। উল্লেখ্য, ফরিদুজ্জামানের গ্রামের বাড়ি মাগুরার সদর উপজেলার পারনান্দুলীর ব্যাপারী পাড়া। তার মা মাগুরা পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

http://www.anandalokfoundation.com/