14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ

Link Copied!

সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পুঞ্জি সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশি ও ৪ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তরে কার্যক্রম চলমান রয়েছে।

গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

http://www.anandalokfoundation.com/