13yercelebration
ঢাকা

ভোলায় জেএসসি-জেডিসি পরীক্ষা দিতে পারেনি সহস্রাধিক শিক্ষার্থী

admin
December 8, 2015 11:26 am
Link Copied!

ভোলা প্রতিনিধিঃ ভোলায় নদী ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে অন্যত্র চলে যাওয়া এবং বাল্য বিয়ের কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় ১ হাজার ২শ’ ছাত্র-ছাত্রী। এই পরীক্ষার মতো স্কুল ও মাদ্রাসার অভ্যন্তরীণ পরীক্ষায়ও উপস্থিতি কমে যাওয়ায় শঙ্কিত শিক্ষক-অভিভাবকরা।

আর দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিশেষ আর্থিক সুবিধার প্রয়োজন বলে জানালেন জেলা শিক্ষা অফিসার।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য জেলার সাত উপজেলার ৪শ’ ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার ৭শ’ ৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। কিন্তু নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়নি। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ ভাগ ছাত্রী ও ৪৭ ভাগ ছাত্র বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোলা সদরের কন্দকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মো. ফারুকুল ইসলাম বলেন, ‘অনেক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থীদের অভিভাবকরা অন্যত্র চলে গেছে।’

ভোলা সদরের চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম জুয়েল বলেন, ‘জেএসসি পরীক্ষার্থী ৩টি ছেলে বিভিন্ন যায়গায় শিশু শ্রমের জন্য চলে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি।’

পরীক্ষার আগে বিয়ে ও স্থানান্তরের কারণে মাঝপথে পড়াশোনা বন্ধের কথা জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরাও।

অন্যদিকে, সরকারিভাবে আর্থিক সুবিধা বা উপবৃত্তি চালুর তাগিদ দিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে।

এ বছর ভোলায় জেএসসি’তে ১৫ হাজার ৮শ’ ১১ জন ও জেডিসি পরীক্ষায় ৭ হাজার ৬শ’ ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

http://www.anandalokfoundation.com/