13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

admin
August 20, 2015 7:56 pm
Link Copied!

নড়াইল সংবাদঃ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে বড় ভাই আসলাম মোল্লার লাঠির আঘাতে ছোট ভাই আশিক মোল্লা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৬টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ওই গ্রামের সোলায়মান মোল্লার বড় ছেলে আসলাম ও ছোট ছেলে আশিকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসলাম একটি লাঠি দিয়ে আশিককে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় আশিককে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

http://www.anandalokfoundation.com/