14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে ফেরত আসল ৫ যুবতী সহ ১ শিশু

admin
November 29, 2016 6:07 pm
Link Copied!

ভ্রাম্যমান প্রতিনিধিঃ অভাব অনটনের সুযোগ নিয়ে পাচার কারি দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে বাংলাদেশী যুবতীদের। পাচার হওয়া বাংলাদেশী ৫ যুবতী একজন শিশু সহ বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট হয়ে। মঙ্গলবার বেলা ২ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করে।
জেল খেটে ফেরত আসারা হলো:- রোকেয়া খাতুন (২৩) পিতা মৃত সূলতান আহম্মেদ , গ্রাম মুক্তারগোনা, কক্সবাজার, ও তার পুত্র শিশু জুয়েল (১) রাজিনা আক্তার(২৪), গ্রাম মুক্তারগোনা, কক্সবাজার পিতা আব্দুল মজিদ ডালিম বেগম (৪০), পিতা মারুপ মোল্যা গ্রাম কুলদিবাড়িয়া, লোগাগাড়া, নড়াইল, রাফিজা (২৩) পিতা বাক্কার হোসেন, গ্রাম মাতহারা পুর তেরখাদা খুলনা, সুফিয়া খাতুন (৩৪) আব্দুর সবুর, কালিগঞ্জ সাতক্ষীরা,।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইকবাল আহম্মেদ জানান ফেরত আসা যুবতীরা দির্ঘদিন আগে দালালদের খপ্পরে পড়ে ভারতে যেয়ে বাসা বাড়ির কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। পরে তারা আদালতের মাধ্যমে লিলুয়া শেল্টার হোমে আশ্রয় নেয়। সেখানে থেকে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশ ফেরেন। ফেরত আসা বাংলাদেশীদের যশোর মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হযেছে। এরা ১ থেকে ৩ বছর জেল খেটে দেশে ফেরেন।

যশের মহিলা আইনজিবী সমিতির সমন্বয়কারি এবিএম আব্দুল মুহিদ বলেন, ফেরত আসা যুবতীদের বেনাপোল পোর্ট থানার আইনি প্রক্রিয়া শেষ করে তাদের যশোর কার্যালয়ে নেওয়া হবে। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি কোন ফেরত আসা যুবতীরা আইনি সহায়তা চায় তাহলে তাদের যশোর মহিলা আইনজিবী সমিতীর পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/