13yercelebration
ঢাকা

বেনাপোল ইমিগ্রেশনে একসপ্তাহ ধরে স্ক্যানার মেশিন অচল

Brinda Chowdhury
February 12, 2021 10:52 pm
Link Copied!

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে একসপ্তাহ ধরে অচল অবস্থায় পড়ে আছে স্ক্যানার মেশিন। এতে করে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার ব্যপক সুযোগ রয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায় দুটি স্ক্যানার মেশিনের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর একটি যেটি সচল রয়েছে সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া ও আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।
ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা জানান, ইমিগ্রেশনের স্ক্যানার মেশিন নষ্ট থাকায় আমাদের ব্যাগেজ তল্লাশির জন্য  দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে। এতে করে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান জানান, বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুটি স্ক্যানার মেশিন দিয়ে ভারতে যাওয়া ও আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হঠাৎ করে একটি স্ক্যানার মেশিনের পার্স নষ্ট হয়ে যায়। ফলে ভারতে যাওয়া ও ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ একটি স্ক্যানার মেশিন দিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি খুব দ্রুত এ সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।
http://www.anandalokfoundation.com/