আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ বিট পুলিশিং সফল করতে ফরিদপুরের সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ এর সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭জুন) সন্ধ্যায় সালথা থানায় এ মতবিনিময় সভার আয়োজন করেন থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।
আজ রবিবার থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুরু হবে এ কার্যক্রম। সপ্তাহে একদিন প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জনগন পাবে পুলিশের সেবা।
মতবিনিময় সভায় সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যারের উদ্যোগে বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। এ বিট পদ্ধতির ফলে জনগণ এখন থেকে পুলিশ বাহিনীর সেবা ইউনিয়ন পর্যায় থেকেই পাবেন।
তিনি আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ সব অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুলিশি। পুলিশ সেবা আরও গতিশীল ও কার্যকর হবে। বিট পুলিশিংয়ের ফলে উপজেলার প্রতিটা এলাকা, অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন বিষয়ে তথ্য ভাণ্ডার তৈরি হবে। ফলে অপরাধ দমন ও রহস্য উত্ঘাটন সহজ হবে পুলিশের জন্য।