13yercelebration
ঢাকা

বিএনপি বিজয় দিবস পালনে সরকারের সহযোগিতা চাইলো

admin
December 8, 2015 1:46 pm
Link Copied!

স্টাফ রিপোর্ট: বিএনপি বাধাহীনভাবে বিজয় দিবসের অনুষ্ঠান করার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সহযোগিতা চান।

বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে এই যৌথসভার আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়েও বিএনপিকে সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। সারাদেশে অনেকটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। আমরা আশা করবো বিজয় দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি বাধাহীনভাবে করতে পারবো।’

আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কা থাকলেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, পৌরসভা নির্বাচনকে ঘিরে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফখরুল বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, নির্বাহী কমিটির অনেক সদস্য এবং জনপ্রতিনিধি মিথ্যা মামলায় দিনের পর দিন কারাগারে আছেন।’ আটক বিএনপি নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্রের সংগ্রাম চলছে। দেশের মানুষরে জন্য ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা প্রতিনিয়ত গণতন্ত্র উদ্ধারে সংগ্রাম চলেছি।’

বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন তিনি। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজধানীতে বর্নাঢ্য র‌্যালির আয়োজন করেছে দলটি।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবুর রহমান সারোয়ার, দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

http://www.anandalokfoundation.com/