13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিসহ ৮ দলকে ধানের শীষের প্রতীক দিতে ইসিতে বিএনপির চিঠি

admin
November 11, 2018 6:00 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মধ্যে নিবন্ধিত আটটি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ নভেম্বর) সিইসির দপ্তরে চিঠিটি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তি দাস সরকার।

চিঠিতে সিইসিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনাকে জানাচ্ছি যে, নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

দলগুলো হলো— বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম।

চিঠিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে। এর আগে, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কেএম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৯ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/