13yercelebration
ঢাকা

বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

admin
March 3, 2017 6:59 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিতে সাত জেলায় দলটির নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ। এ ছাড়া অন্য জেলাগুলোয় আজ বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকার বাইরে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির ডাকে আজ সকালে মহানগরের নসিমন ভবনের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, সড়কের পাশে অবস্থান করার অনুমতি না থাকায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সংক্ষিপ্ত কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি বক্তব্য দেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, অনির্বাচিত সরকার গ্যাসের দাম বাড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। বর্ধিত মূল্য অবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচির মাধ্যমে বাধ্য করা হবে।

সিলেট সংবাদদাতা: অনুমতি না নেওয়ার অভিযোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

দুপুরে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশি বাধায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি। পরে তাঁরা নগরীর সোবহানীঘাটের আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপি নেতারা সমাবেশ করবেন বলে আগে অনুমতি নেননি। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় তাঁদের এখানে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। তবে এ সময় কোনো অস্থিতিকর পরিবেশের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতিকালে পুলিশ কোনো রাজনৈতিক সমাবেশ করতে দেবে না বলে বাধা দেয়। তিনি আরো বলেন, দেশে সরকার বিএনপিকে দমিয়ে রাখতে এ রকম অবস্থার তৈরি করছে। এটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

রাজশাহী সংবাদদাতা: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোর্ট শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের অফিসের দিকে গেলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করে।

অন্যদিকে, নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির কর্মসূচি পালনে বাধা প্রসঙ্গে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, সকালে বিএনপি নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করতে কোর্ট শহীদ মিনারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে অন্য কোনো স্থানে কর্মসূচি পালন করতে বিএনপি নেতাদের অনুরোধ জানায়। সব অনুরোধ উপেক্ষা করে তাঁরা পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ‘ধর’ শব্দ উচ্চারণ করতেই সবাই পালিয়ে যায়। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। সে ছাত্রদলের কর্মী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির কোনো নেতা আটক কর্মীর জন্য ফোনও করেননি।

নারায়ণগঞ্জ সংবাদদাতা: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠান চলার একপর্যায়ে ব্যানার ছিনিয়ে নিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ।

সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়সংলগ্ন জেলা বিএনপি এই কর্মসূচি পালন করছিল।

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যরা বক্তব্য দেন।  সভাপতির বক্তব্যে কাজী মনির বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির  কারণে এমনিতেই সাধারণ মানুষের এখন নাভিশ্বাস উঠেছে। তার ওপর আবার জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি-এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধিতে আরেক দফা পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। নাকাল হবে দেশের সাধারণ জনগণ। কাজেই সরকারকে এই জায়গা থেকে সরে আসতে আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জে বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দাঁড়াতে পারেননি। পরে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন নেতাকর্মীরা।

সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা শহরের শহীদ রফিক সড়কে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিলে পুলিশ বাধা দিয়ে স্থান ত্যাগ করতে বলে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোখছেদুর রহমান, সহসভাপতি আবদুল বাতেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, যুবদল নেতা কাজী রায়হান উদ্দিন টুকু, জিয়া উদ্দিন আহমেদ কবির, কাজী মোস্তাক হোসেন দিপু, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। মানুষের কল্যাণে কাজ না করে জীবন দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে গ্যাসের দাম কমিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তাঁরা।

জয়পুরহাট সংবাদদাতা: পুলিশি বাধার কারণে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে  দুই ঘণ্টার কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। বাধার মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আধঘণ্টার মধ্যেই অবস্থান কর্মসূচি শেষ করতে হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান তড়িঘড়ি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিলসহ বিএনপি অফিসে ফেরেন। এ সময় মিছিল থেকে কর্মসূচির ব্যানার কেড়ে নেয় পুলিশ।

নরসিংদী সংবাদদাতা: সকালে বিএনপি নেতাকর্মীরা নরসিংদীর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় চিনিশপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহসভাপতি সুলতানউদ্দিন মোল্লা, সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল।

খুলনা সংবাদদাতা: মহানগরের কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, জাফর উল্লাহ খান সাচ্চু প্রমুখ।

সভায় বক্তারা কোনো কারণ ছাড়াই আকস্মিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারের পরিকল্পনা ঘোষণায় ক্ষোভ  প্রকাশ করে বলেন, সরকারের কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানান।

অপরদিকে, জেলা শাখার সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা বিএনপি খুলনা প্রেসক্লাবের সামনে এবং বৈকালীতে আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে বিএনপির একটি অংশ একই কর্মসূচি পালন করছে।

 

http://www.anandalokfoundation.com/