14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলতে শুরু করেছে দূরপাল্লার বাস

সুমন দত্ত
July 26, 2024 4:18 pm
Link Copied!

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এখন আবার নতুন করে চলতে শুরু করেছে। শুক্রবার অনেকগুলো বাস গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে।

সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। এসব বাসে যাত্রী সংখ্যা মোটামুটি ছিল।

বেশ কয়েকজন বাস যাত্রী দ্যা নিউজকে এ নিয়ে কথা বলেছেন। তাদের একজন রফিক বলেন, বাড়িতে যেতে পেরে তিনি খুশি। ঢাকায় আটকা পড়েছিলেন। এখন সেই শঙ্কা কেটে গেছে।

যাত্রাবাড়ির এক যাত্রী আসমা বলেন, তিনি সাবধানে গ্রামের বাড়ির যাচ্ছেন। বাস ছাড়ছে জেনে তিনি নিশ্চিত হয়েছিলেন আগেই। তাই পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছেন। কবে ফিরবেন তা জানেন না। তবে সহসাই ফিরছেন না।

কারফিউ শিথিলের ঘোষণা দিলে বাস যাতায়াত শুরু হয়।

http://www.anandalokfoundation.com/