13yercelebration
ঢাকা

বকেয়া বেতনের দাবীতে মাগুরা পৌর কর্মচারিদের ২ দিনের কর্মবিরতি

admin
September 17, 2015 8:19 am
Link Copied!

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না  মাগুরা প্রতিনিধিঃ  ৫ মাসের বকেয়া বেতন ভাতার দাবীতে  বুধবার থেকে ২দিনব্যাপী কর্মবিরতি পালন করছে মাগুরা পৌর কর্মচারী ইউনিয়ন।

পৌর কর্মচারি ইউনিয়নের  সাধারন সম্পাদক  মো: আব্দুল হান্নান এ বিষয়ে জানান, বিগত ৫ মাস পৌরসভার ১৩৫জন নিয়মিত কর্মচারী ও ৩৫ জন অনিয়মিত  কর্মচারী  বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অথচ মেয়র ও কাউন্সিলরগণ প্রতিমাসে যথারিতি তাদের সম্মানীভাতা পাচ্ছেন। এ বিষয়ে মেয়র কোন পদক্ষেপ গ্রহন করছে না। অনতিবিলম্বে তাদের দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এদিকে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারনে পৌরসভাসহ জেলার বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। শত শত শিশুদের অভিভাবকরা টিকা নিতে এসে ফিরে গেছেন।  এছাড়া একই ধরনের সমস্যায় পড়েছেন পৌন অন্যান্য নাগরিকরা।

এ ব্যাপারে মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর জানান- আর্থিক সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

http://www.anandalokfoundation.com/