13yercelebration
ঢাকা

নৌকা প্রতীকের এজেন্টকে মারপিট করার অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে আদালতে মামলা

admin
April 6, 2016 11:17 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্টকে মারপিট করার অভিযোগে নির্বাচনী কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে আসামী করে আদালতে মামলা হয়েছে।

আদালত বুধবার মামলাটি আমলে নিয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার, খুলনাকে নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডঃ এফএমএ রাজ্জাক জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬। নির্বাচনের দিন বিকাল ৪টার দিকে নির্বাচনী কাজে দায়িপ্তপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হোসাইন সোলাদানা ইউনিয়নের আমুরকাটা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে কেন্দ্রের পাশে গাছের তলায় দাঁড়িয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান গাজীর নির্বাচনী এজেন্ট গোলক চন্দ্র মন্ডল (৩৮) কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

এ ঘটনায় খালিয়ারচক গ্রামের মৃত গোবিন্দ লাল মন্ডলের ছেলে গোলক চন্দ্র মন্ডল বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসাইনকে আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। যার নং- সি.আর. ২২০/১৬।

http://www.anandalokfoundation.com/