14rh-year-thenewse
ঢাকা আজ শুক্রবার জানুয়ারি 10, 2025
আজকের সর্বশেষ সবখবর

দিমিত্রি মুরাতব : তার অর্জিত নোবেল পদকটি বিক্রি

Link Copied!

রাশিয়ার সংবাদমাধ্যম ‘নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতব। তিনি ২০২১ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি তার অর্জিত নোবেল পদকটি বিক্রি করে দিয়েছেন।

নিলামে ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয় পদকটি এবং সেই সম্পূর্ণ প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণার পর নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়। কারণও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের কঠোর সমালোচক ছিলো মুরাতবের নোভায়া গ্যাজেটা সংবাদপত্র।

উল্লেখ, দিমিত্রি মুরাতব এর নোবেল পুরস্কারের নিলাম নোবেল পদকের নিলামের রেকর্ড ভেঙে দিয়েছে।

http://www.anandalokfoundation.com/