দলীয় সিদ্ধান্ত অমান্য করে এককভাবে টেন্ডার দাখিল করায় বৃহস্পতিবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে লাঞ্ছিত এবং তার চার সমর্থককে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে। পরবর্তীতে একজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
উপজেলার সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৈয়মুর রহমান জানান, উপজেলা প্রশাসন হাট-বাজারের ইজারার দরপত্র আহবান করেন। সে মোতাবেক সরিকল হাটের অনুকূলে ব্যবসায়ীরা ১৬টি সিডিউল ক্রয় করেন। বুধবার বিকেলে দলীয় সিদ্ধান্তে সিডিউল ক্রেতারা বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন এবার কেউ দরপত্র জমা দিবেন না।
তিনি আরও জানান, সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনজুর হোসেন মিলন বৈঠকে সকলের সাথে একমত পোষন করেন। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার দুপুরে গোপনে সে নিজে দরপত্র দাখিল করেন। এ ঘটনা জানাজানি হলে দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মনজুর হোসেন মিলনকে ধাওয়া করে গালিগালাজ করে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তার চার সমর্থককে মারধর করা হয়। ওইসময় মিলন আত্মরক্ষার্থে দৌঁড়ে উপজেলা মসজিদে প্রবেশ করেন।
ধাওয়া কিংবা লাঞ্ছিতর অভিযোগ অস্বীকার করে মনজুর হোসেন মিলন বলেন, আমার কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার পর তাৎক্ষনিক তারা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির একটি পক্ষ চাচ্ছেন এবার হাট-বাজারের দরপত্রে কেউ যেন অংশগ্রহণ না করে। তাতে করে ডাকের সরকারি রেট কমিয়ে পরবর্তীতে গুজ প্রক্রিয়ার মাধ্যমে তারা ডাক নিবেন। আরেকপক্ষ চাচ্ছেন তাদের সুবিধামতো দরপত্রে অংশগ্রহণ করতে।
সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, বাহিরে উত্তেজনার খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে একজনকে আটক করা হয়েছিলো। পরবর্তীতে বিকেলে আটককৃতর কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।