13yercelebration
ঢাকা

জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, ভোট গ্রহন ২৮ ডিসেম্বর

admin
December 12, 2016 1:48 pm
Link Copied!

জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার এ প্রতীক বরাদ্দ দেন।

প্রথমে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। যাতে চেয়ারম্যান পদে মাহবুব জামান ভুলু পেয়েছেন তালগাছ প্রতীক। আর মোহাম্মাদ আলী সরকার পেয়েছেন আনারস প্রতীক। পরে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে ৫ জন বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য রয়েছেন। অন্যরা ১, ৬, ১১ ও ১৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য।

চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করবেন দুইজন। এরা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলু এবং প্রবীন আওয়ামী লীগ নেতা ও রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী সরকার। এদের মধ্যে মাহবুব জামান ভুলু দলীয় মনোনয়ন পেয়েছেন।

ভোট গ্রহন আগামী ২৮ ডিসেম্বর। রাজশাহীতে মোট ভোটার ১ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটে ৮৯৬ ও নারী ভোটার ২৭৫। আর ভোট কেন্দ্র ১৫টি।

http://www.anandalokfoundation.com/