পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে চার্চের যাযককে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়া, এ ঘটনায় ওবায়দুল ইসলাম নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে আহত যাযক লুক সরকার নিজে বাদি হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করে। এতে, অজ্ঞাত তিন যুবক আসামি করা হয়।
মামলায় বলা হয়, গতকাল সকালে, মোটর সাইকেলে তিন যুবক ফেইথ বাইবেল চার্চের যাযক লুক সরকারে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এসময় লুকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই ছুটে আসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।