14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম পাথরঘাটায় ফুটন্ত ফুলের আসরের মিলাদ মাহফিল ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

admin
October 16, 2017 7:14 pm
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ আহলে বাইতে রাসূল (রাঃ) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটা ওমর আলী মার্কেটে আজ বাদে মাগরিবের পর থেকে এক মিলাদ মাহফিল ও বিনামূল্যে রক্ত পরিক্ষা নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে হাজ্বী নূরল হক সওদাগরের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ তৈয়্যবিয়া সোসাইটির উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুস সাত্তার মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালি গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, এবং ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আবুল হোসাইন, মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী, মাওলানা মুহাম্মদ ফোরকান ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন ক্বাদেরী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ নুরুল ইসলাম শাকিল, শাহজাদা মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ এ টি এম আবু তৈয়ব, মুহাম্মদ বাবুল সওদাগর, মুহাম্মদ বোরহান উদ্দীন, মুহাম্মদ বাহাউদ্দিন ফারুক মুন্না, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ ইউছুপ সওদাগর, মুহাম্মদ শওকত উসমান তানজিল, মুহাম্মদ জাসেদুল ইসলাম।

অনুষ্টিত মিলাদ মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা(কোতোয়ালী থানা) এর সহযোগিতায় ২০০ জন ব্যক্তিদের মধ্যে বিনামূল্য রক্ত পরিক্ষা নির্ণয় কর্মসূচী পালন এবং দেশের শান্তি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয় বলে প্রতিবেদককে জানান ‘ফুটন্ত ফুলের আসর’ এর আহবায়ক মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সচিব মুহাম্মদ আতাউল মোস্তফা জামশেদ।

http://www.anandalokfoundation.com/