মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার হাইস্কুল রোডে অবস্থিত রাবেয়া-নজরুল সুপার মার্কেটে ইসলামী ব্যাংক কালকিনি শাখার “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৪ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ২৯৬ তম কালকিনি শাখা ভবনের হলরুমে শুভ উদ্বোধন উপলক্ষে “ব্যাংকিং ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টার মুহাম্মদ আবুল বাশার সভাপতিত্বে ও এ.ভি.পি শরিয়তপুর শাখার ম্যানেজার মো. নুরুজ্জামান হাওলাদারের সঞ্চচলনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে আলোচনা করেন কালকিনি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুস সোবহানসহ বিশিষ্ট আলেমগন। বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক, আলেম, ব্যবসায়ী পেশাজীবিসহ বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহন করেন। এসময় বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্যেও বিভিন্ন দিক তুলে ধরেন, ইসলামী ব্যাংক নিছক মুনাফা অর্জনের জন্য ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে না বরং মাকাসিদে শরীয়াহ পরিপালনের জন্য কল্যাণমূলক ও অগ্রাধিকারভিত্তিক খাতসমূহে বিনিয়োগ করছে, পাশাপাশি শরীয়াহ কর্তৃক হারাম ঘোষিত এবং রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ দেশ, জাতি তথা মানবতার জন্য ক্ষতিকর সকল খাতে অর্থায়ন থেকে বিরত থেকেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝেও দ্রুত বর্ধিষ্ঞু ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সগৌরবে টিকে থাকা ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্ব প্রমান করেন।
পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অটুট আস্থা অর্জনের মাধ্যমে এ ব্যাংক আস্থার প্রতীকে পরিণত হয়েছে। অনুষ্ঠানে প্রানবন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবস্থার নানা দিক গ্রাহকদের সামনে তুলে ধরে অনুষ্ঠান সমাপ্ত করেন সভাপতি।