আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া ২০১৯ – ২০২০ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় প্রর্দশনী কার্যক্রমের মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে সমাজসেবক মঙ্গল বিশ্বাসের সভাপত্বিত্তে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক আনিচুর রহমান তালুকদার, উপজেলা সিনিয়র ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রোজিনা আকতার, ইউপি সদস্য আবুল খায়ের, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননি, মৎস্য প্রকল্প চাষী পলাশ কর্মকার ও তার ৫ বন্ধু চাষী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।