13yercelebration
ঢাকা

অনলাইন বিশ্ব আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায় ৩য় সেরা চট্টগ্রামের তরুন জাদুশিল্পী নয়ন আচার্য্য

Brinda Chowdhury
December 28, 2020 1:30 pm
Link Copied!

ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স রিং ২৭৯ কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক অনলাইন জাদু প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন দক্ষিন চট্টগ্রামের জনপ্রিয় তরুন জাদুশিল্পী নয়ন আচার্য্য।
জাদু প্রতিযোগিতায় বিশ্বের ১৩ টি দেশের মোট ৫৩ জন স্বনামধন্য জাদুশিল্পী অংশগ্রহন করেন। এমন একটি ব্যাতিক্রম ধর্মী উদ্দ্যেগ গ্রহন করায় ইন্টারন্যাশনাল ম্যাজিক কম্পিটিশন (আই.বি.এম রিং-২৭৯) এর বাংলাদেশ ব্রাঞ্চ এর প্রেসিডেন্ট ড. খান শওকত ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জাদুশিল্পী। তিনি আরও বলেন এ ধরনের আয়োজন তরুন প্রজন্মের জাদুশিল্পীদের ভবিষ্যৎ অনুপ্রেরনা জোগাবে এবং জাদুর জগৎকে সুদুরপ্রসারি করতে সহযোগিতা করবে।
উক্ত জাদু প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স, বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি ও ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির সাথে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে ফিলিপাইন আমেরিকা ম্যাজিক সোসাইটি, ইজিপ্ট আমেরিকা ম্যাজিক সোসাইটি, স্পেন আমেরিকা ম্যাজিক সোসাইটি, কিউবা আমেরিকা ম্যাজিক সোসাইটি, মরক্কো আমেরিকা ম্যাজিক সোসাইটি, সিঙ্গাপুর আমেরিকা ম্যাজিক সোসাইটি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটর্স এন্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি.সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহ্ মনি জাদু একাডেমি (ঢাকা), রুপান্তর ম্যাজিক একাডেমি (শরীয়তপুর), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভীশন ম্যাজিক একাডেমি (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি (খুলনা), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা), বঙ্গবন্ধু ম্যাজিক একাডেমি (রংপুর)। বিচারক হিসেবে দ্বায়িত্বে আছেন: কুয়েতের বিখ্যাত জাদুশিল্পী ড. গুগামপো, মিশরের বিখ্যাত জাদুশিল্পী ড. হ্যানি শো, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিখ্যাত জাদুশিল্পী প্রিন্স আলমগীর এবং বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ।
কয়েকজন জাদুশিল্পীদের সাথে কথা বললে তারা আমাদের কে জানাইয় ভবিষ্যতে আরও অনেকেরই আন্তর্জাতিক প্লাটফরমে সুনাম অর্জনের সুযোগ আছে। বাংলাদেশের জাদুশিল্পীদের সামনে অতীতে এমন সুযোগ ছিলোনা। ড. খান শওকতের এ উদ্যোগ আমাদের সামনে আশীর্বাদ হয়ে এসেছে। এ সুযোগ এ প্রজন্মের প্রতিটা জাদুশিল্পীকে গ্রহন করে নিজের এবং দেশের নাম বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া উচিত।
http://www.anandalokfoundation.com/