14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস

ডেস্ক
July 4, 2025 5:44 am
Link Copied!

আধুনিক ভারতের স্রষ্টা স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। বিশ্ব তথা ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী, যুগপুরুষ তথা বিশ্ব ভ্রাতৃত্বের মূর্ত প্রতীক বিশ্ববরেণ্য মহামানব স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯০২ সালের ৪ জুলাই মৃত্যুবরণ করেন। ভারতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল আধ্যাত্মিক গুরু হিসেবে গণ্য হয়ে আসছেন স্বামী বিবেকানন্দ।

স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়।

ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিস্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। সেই শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর পেশ করা বক্তব্য আজও মানুষের মুখে মুখে ফেরে। সেখানেই দুনিয়া শুনেছিল তাঁর বিখ্যাত উক্তি — ‘মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা।’ আজও তাঁর বাণী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য- চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি।

শুধু তাই নয়, বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তার রচিত দুটি বিখ্যাত গান হল ‘খণ্ডন-ভব-বন্ধন’ (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও ‘নাহি সূর্য নাহি জ্যোতি’।

এছাড়া ‘নাচুক তাহাতে শ্যামা’, ‘৪ জুলাইয়ের প্রতি’, ‘সন্ন্যাসীর গীতি’ ও ‘সখার প্রতি’ তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা।

ভারতে বিবেকানন্দকে ‘বীর সন্ন্যাসী’ নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।

জেনে নেই স্বামী বিবেকানন্দের মৃত্যু রহস্য

স্বামী বিবেকানন্দ মৃত্যু দূত কে আসতে দেখেছিলেন যাকে আজও আমরা ভুলিনি। তার বলা বাণী আজও আমাদের মনে গেঁথে আছে। তিনি হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। মৃত্যুর দূত কে তিনি আসতে দেখেছিলেন চাইলে হইতো ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।

স্বামী বিবেকানন্দের একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে বলেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। যদিও সেই মুহূর্তে নিবেদিতা কিছু না বুঝতে পারলেও স্বামীজীর মহাপ্রয়ানের পর তিনি তা বুঝতে পারেন। ১৯০২ সাল ২ই জুলাই দিনটি ছিল স্বামীজীর মৃত্যুর দু’দিন আগের কথা , স্বামীজি তার ভক্ত ভগিনী নিবেদিতা কে নেমন্তন্ন করেন।

যদিও সেই দিনটিতে স্বামীজি ব্রত রেখে ছিলেন এবং তিনি কিছু মুখে দেবেন না এই কথা নিবেদিতাকে জানালে , তিনি স্বামীজি নিমন্ত্রনে অস্বস্তির মধ্যে হ্যাঁ অথবা না ঠিকভাবে বলে উঠতে পারছিলেন না। আর এর পরের ঘটনাটি হলো আরো চমৎকার পূর্ণ , স্বামীজি নিবেদিতাকে ভাত, ডাল ,কাঁঠাল , দুধ ইত্যাদি খেতে দিলেন। যদিও কিছুক্ষণ না না করার পর নিবেদিতা খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সময় স্বামীজি নিবেদিতার সাথে অনেক কিছু কথা বললেন।

খাওয়া শেষ হওয়ামাত্রই বিবেকানন্দ নিবেদিতার হাত ও পা জল দিয়ে ধুয়ে দিলেন এবং সেই মুহূর্তে স্বামীজীর এই কর্মে নিবেদিতা কি করবেন তার সংশয় পড়ে তিনি নির্বাক হয়ে রইলেন । শেষমেষ নিবেদিতা বলে উঠলেন, ‘এটা কি করলেন আপনি,এটা আমার করার কর্তব্য ‘।

স্বামীজি উত্তরে বললেন, “তুমি যীশুর কথা পড়েছ যীশু তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন “। তার পরিপ্রেক্ষিতে নিবেদিতা বলেন,’ সে তো যীশুর মৃত্যুর কয়েকদিন আগে ‘ , বিবেকানন্দ হেসে বলেন, “You Silly Girl” । ভগিনী নিবেদিতা স্বামীজীর কথা ভালোভাবে বুঝে উঠতে পারেননি। ১৯০২ সাল ৫ ই জুলাই , এই দিনটিতে বেলুড় মঠের এক সাধক নিবেদিতাকে চিঠি লিখে পাঠান। স্বামীজীর মহাপ্রাণ ঘটেছে। এর আগে দিন ৪ ই জুলাই রাত্রি ৯: ১০ এ সময় স্বামীজির দেহ ধরাধাম ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে নিবেদিতা অবাক , ভাবছেন অন্য কিছু কথা , স্বামীজীর মৃত্যু একই সময়ে ( ৯:১০ এ) ভগ্নী নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস দেবের দেহ দ্বিতীয় বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে কি স্বামীজির দেওয়া দ্বিতীয় মৃত্যুর বার্তা এটিই ছিল !

শুধু তাই নয়, স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকে তার মৃত্যুর ৫ বছর আগেই তার মহাপ্রয়াণে কথা জানিয়ে দিয়েছিলেন । তিনি বলেছিলেন , ” বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর পাঁচ ছয়েক বছর বাঁচবো, আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে । এত বড় হয়ে যাচ্ছে যে ,শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না , সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে “।

http://www.anandalokfoundation.com/